৪৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা

‘অবন্ধুসুলভ’ নানা কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন রাশিয়ান কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৬ জুলাই) পূর্ব ইউরোপীয় দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর জাহারভ জানান, ১৫ আগস্টের মধ্যে ৪৫ রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগ করতে হবে। 

মলদোভার এই সিদ্ধান্তের জেরে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা বলেছে রাশিয়া।

মলদোভা সরকার ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। মলদোভার সরকার উৎখাতে রাশিয়ার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও এনেছে দেশটি।

সম্প্রতি মলদোভার দুটি গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিশিনাউয়ে রাশিয়ান দূতাবাসসংলগ্ন একটি ভবনে থাকা ২৮টি অ্যানটেনা গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে।_এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //